
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আর কোনো সংলাপের উদ্যোগ নেওয়া হবে না বলে জানিয়েছেন কমিশনার আনিছুর রহমান।
মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংলাপের আর কোনো উদ্যোগ নাই জানিয়ে কমিশনার আনিছুর রহমান বলেন, আমরা সংলাপ নিয়ে ভাবছি না। সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হওয়া উচিত।
রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী ভোটে সব দল অংশ নেবে বলেও আমরা আশাবাদি।
তিনি বলেন, রাজনৈতিক বিষয় আমাদের এখতিয়ার না। রাজনীতির মাঠেই সমাধান হবে। আমরা তফসিল নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবো।
তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি উল্লেখ্য করে আনিছুর রহমান বলেন, অক্টোবরের কথা বলছি না। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বা ডিসেম্বরের শেষ সপ্তাহে করি তাহলে ৪৫ দিন আগেই করতে হবে।
নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে বসে থাকব। বিচলিত নই।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ক্ষোভ থাকতেই পারে। এরপর বলা যাবে। তার ঘেরাও করার অধিকার আছে। করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নাই।
নিবন্ধনের বিষয়ে আনিছুর রহমান বলেন, নতুন দল নিবন্ধনের ক্ষেত্রে আমরা ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পরে আমরা এটা নিয়ে বসব।
















